প্রকাশিত: Fri, Jul 7, 2023 10:27 PM
আপডেট: Tue, Jul 1, 2025 1:50 PM

[১]পুনর্বিন্যস্ত সিলেবাসে আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

মিজান লিটন: [২] শুক্রবার  চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  একথা জানান ডা. দীপু মনি। পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন।

[৩] মন্ত্রী বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এবছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

[৪] ডেঙ্গু সচেতনতায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাসাবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

[৫] অন্তত তিন দিন পরপর বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া